শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ০৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৮Krishanu Mazumder
মোহনবাগান-২ নর্থইস্ট-০
(মনবীর, লিস্টন)
আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান। স্প্যানিশ নেস্টর, মরোক্কোর আলাদিন যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। সেই দলকে শীতের গুয়াহাটিতে গিয়ে হারাল মোহনবাগান।
তাই আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান বললেও অত্যুক্তি করা হবে না। নর্থইস্ট ইউনাইটডকে মাটি ধরিয়ে সাপ-লুডোর আইএসএলে ফের একনম্বরে পৌঁছে গেল মোহনবাগান।
গতকাল কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিল বেঙ্গালুরু। ২৪ ঘণ্টারও কম সময়ে মোহনবাগান ফের বেঙ্গালুরুকে স্থানচ্যুত করে শীর্ষ স্থান দখল করে নিল।
ডুরান্ড কাপে এই নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল মোহনহাগানকে। ২-০ গোলে এগিয়ে থাকা মোহনবাগানকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয়ার্ধে ২-২ করে নর্থ ইস্ট। ফলে ডুরান্ড ফাইনাল গড়িয়েছিল পেনাল্টি শুট আউটে। নর্থ ইস্টের বার আগলানোর দায়িত্বে থাকা গুরমীত ম্যাচের নায়ক হয়ে গিয়েছিলেন ডুরান্ড ফাইনালে। তার পরে অবশ্য অনেক জল গড়িয়ে গিয়েছে। পালতোলা নৌকা তরতরিয়ে এগোচ্ছে।
শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। পুরোটা না গেলেও কিছুটা তো বোঝা যায়ই। শুরুতেই লিস্টন কোলাসোর শট নর্থইস্টের পোস্টে আছড়ে পড়ে। পেত্রাতোসের পাস থেকে লিস্টন প্রায় গোল করে ফেলেছিলেন কিছু পরে।
নর্থ ইস্টও সুযোগ পেয়েছিল গোল করার। আলাদিনের কাছ থেকে বল পেয়ে বক্সের ভিতরে শট নিয়েছিলেন নেস্টর। কিন্তু মোহনবাগানের গোলে দাঁড়ানো কাইথ তখন বিশাল হয়ে উঠেছেন। শরীর ছুড়ে তিনি বাঁচান মোহনবাগানকে।
দুই দলই একে অপরের পরীক্ষা নেয় প্রথমার্ধে। গোল করার সুযোগও এসে গিয়েছিল দু'দলের কাছে। কিন্তু গোলের দেখা মেলেনি প্রথমার্ধে। বিরতির সময়ে পেদ্রো বেনালির পেপ টক বদলে দেয় তাঁর সেনানীদের শরীরী ভাষা। ডুরান্ড কাপেও তা দেখা গিয়েছিল। এদিনও বিরতির পরে নর্থ ইস্টই প্রাধান্য দেখাচ্ছিল।
কিন্তু এই মোহনবাগান যে সব অর্থেই ভিন্ন দল। ম্যাচ উইনারের সংখ্যাধিক্য বেশি। ৬৫ মিনিটে মনবীর সিংয়ের দুর্দান্ত গোল এগিয়ে দেয় মোহনবাগানকে। ডান দিক থেকে বল ধরে একক দক্ষতায় নর্থ ইস্টের ডিফেন্স নিয়ে ছেলেখেলা করেন জাতীয় দলের এই উইঙ্গার। তার পরে বাঁ পায়ের রামধনুর মতো শট আছড়ে পড়ে নর্থ ইস্টের জালে। গুরমীত পাখির মতো শূন্যে শরীর ছুড়ে দিলেও বলের নাগাল পাননি।
খেলার গতির বিপরীতে ওরকম দুর্দান্ত একটা গোল হয়ে গেলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এর ৬ মিনিটে পরে লিস্টন কোলাসো শেষ পেরেকটি পুঁতে দেন। বাঁ দিক থেকে বল ধরে পায়ের কাজে দীনেশ সিংকে মাটিতে ফেলে বাঁক খাওয়ানো শটে ২-০ করেন। ম্যাচের শুরু থেকে লিস্টন চেষ্টা করছিলেন। অবশেষে তাঁর ফল পেলেন। দুই উইঙ্গারের বিস্ময় গোলে তিন পয়েন্ট এল বাগানে। আইএসএলের পয়েন্ট টেবিল বলছে, মোহনবাগান ও বেঙ্গালুরুর পয়েন্ট একই। দু'দলের ঝুলিতে ২৩ পয়েন্ট। কিন্তু মোহনবাগান খেলেছে ১০ ম্যাচ। সুনীল ছেত্রীর দল সেখানে এক ম্যাচ বেশি খেলেছে।
রবি সন্ধ্যায় গ্যালারিতে হাজির ছিলেন নর্থইস্টের মালিক জন আব্রাহাম। মাঠ ভর্তি সমর্থকের শব্দব্রহ্ম। কিন্তু মোলিনার মোহনবাগান যে সংকল্পের আরেক নাম। মনবীর-লিস্টনদের থামানোর সাধ্যি আছে কারওর!
#MohunBagan#NorthEast#Football
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ছবি তুললেন অনুষ্কা শর্মার সঙ্গে, স্বচক্ষে দেখলেন শতরান, মেলবোর্নে কেমন দিন কাটল নীতীশ রেড্ডির পরিবারের? ...
এই দিনটার কথা কোনওদিন ভুলব না, নীতীশের শতরানে গর্বিত বাবা আর কী বললেন জানুন ...
ডনের দেশে নীতীশ রাজ, বিরাট–রোহিতদের ব্যর্থতা একাই ঢাকলেন ভারতীয় তরুণ ...
ঐতিহাসিক এমসিজিতে ভারত পেল আগামীর তারকা, ছেলের শতরানে গ্যালারিতে বাবার চোখে আনন্দাশ্রু...
স্টুপিড একটা, পন্থকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ গাভাসকারের...
‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...
ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...
কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...
ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...
একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...